ইসলাম
যখনেই বলে পুরুষ নারী কামনা-বাসনা এড়াতে মেয়েদের বোরখা সদৃশ পর্দার
ব্যাপারে এবং ছেলেদের চোখ নীচে রেখে পর্দা করার ব্যাপারে তখনেই এক শ্রেনীর
সো কলড সভ্য শ্রেনীর মানুষরা বলে উঠে, "মনের পবিত্রতা বড় জিনিষ", "হজুরদের
সমস্যা, লোল বেশী পড়ে", "উই আর জাষ্ট ফ্রেন্ড"। যে সব ছেলেরা বলে আমি তো
আমার ঐ বান্ধবীরে জাস্ট ফ্রেন্ড ভাবি- তারা হয় মিথ্যাবাদী নয়তো তাদের
পৌরুষত্ব নাই। কিছু বোনেরা অনেকসময় ছেলেদের ভিজ্যুয়াল পাওয়ারের ব্যাপারে
কোন ধারনাই রাখেন না যার কারনে বিনে পয়সায় চিয়ার লিডারের খাটনি খাটেন
বেপর্দা থেকে। ভিডিওটি দেখার পর আশাকরি আপুদের ছেলেদের ভিজ্যুয়াল পাওয়ারের
ব্যাপারে আইডিয়া পাবেন এবং পর্দার গুরুত্ব কেন বুঝতে পারবেন।
শেষ কথা এটাই, পুরুষদের বলছি, নারীদের দেখে যদি আপনার লালা না ঝরে তবে আপনি নপুংসক নয়তো মিথ্যাবাদী। আপনি আল্লহর ভয়ে ও জান্নাতের আশায় নিজেকে সংযত রাখতে পারেন, সেটা আল্লহর তাওফিক।
কার্টেসিঃ আমানাহ ম্যাট্রিমোনি।
শেষ কথা এটাই, পুরুষদের বলছি, নারীদের দেখে যদি আপনার লালা না ঝরে তবে আপনি নপুংসক নয়তো মিথ্যাবাদী। আপনি আল্লহর ভয়ে ও জান্নাতের আশায় নিজেকে সংযত রাখতে পারেন, সেটা আল্লহর তাওফিক।
কার্টেসিঃ আমানাহ ম্যাট্রিমোনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন