উত্তর : নারীদের জন্য এসব খেলা সর্বাবস্থায় হারাম। এসব খেলা নারীদের স্বাস্থ্য, স্বভাব ও মর্যাদার বিরোধী। আল্লাহ তাদেরকে বাড়ীতে
থাকার নির্দেশ দান করেছেন (আহযাব ৩৩)।
তিনি বলেন, মেয়েরা যেন এমনভাবে পা না ফেলে, যা তাদের গোপন সৌন্দর্য অন্যকে জানিয়ে
দেয়’ (নূর ৩১)।
পর পুরুষের সামনে মেয়েদের খেলা-ধুলা, নাচ-গান ও শারীরিক কসরৎ সবই আল্লাহর উক্ত আদেশের বিরোধী। যা কেবল হিজাব পরলেই দূর হয় না। অতএব এসব থেকে আল্লাহভীরু মেয়েদের দূরে থাকতে হবে। এরপরেও যখন তা টিভি পর্যায় বিশ্বব্যাপী প্রচারিত হয়, তাতে পাপের পরিমাণ আরও বৃদ্ধি পায়।
থাকার নির্দেশ দান করেছেন (আহযাব ৩৩)।
তিনি বলেন, মেয়েরা যেন এমনভাবে পা না ফেলে, যা তাদের গোপন সৌন্দর্য অন্যকে জানিয়ে
দেয়’ (নূর ৩১)।
পর পুরুষের সামনে মেয়েদের খেলা-ধুলা, নাচ-গান ও শারীরিক কসরৎ সবই আল্লাহর উক্ত আদেশের বিরোধী। যা কেবল হিজাব পরলেই দূর হয় না। অতএব এসব থেকে আল্লাহভীরু মেয়েদের দূরে থাকতে হবে। এরপরেও যখন তা টিভি পর্যায় বিশ্বব্যাপী প্রচারিত হয়, তাতে পাপের পরিমাণ আরও বৃদ্ধি পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন