মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০১৪

মেয়েদের খেলাধুলা প্রসঙ্গে - In the context of women's sport

 









প্রশ্ন (৪/১২৪) : সম্প্রতি ইরানী মেয়েরা বাংলাদেশে এসে হিজাব পরে ফুটবল খেলে গেল। মেয়েদের জন্য এই খেলা কি বৈধ?-আলে ইমরানকোর্টবাড়ী, মীরপুর, ঢাকা।





উত্তর : নারীদের জন্য এসব খেলা সর্বাবস্থায় হারাম। এসব খেলা নারীদের স্বাস্থ্য, স্বভাব ও মর্যাদার বিরোধী। আল্লাহ তাদেরকে বাড়ীতে 
থাকার নির্দেশ দান করেছেন (আহযাব ৩৩)। 
তিনি বলেন, মেয়েরা যেন এমনভাবে পা না ফেলে, যা তাদের গোপন সৌন্দর্য অন্যকে জানিয়ে 
দেয়’ (নূর ৩১)। 
পর পুরুষের সামনে মেয়েদের খেলা-ধুলা, নাচ-গান ও শারীরিক কসরৎ সবই আল্লাহর উক্ত আদেশের বিরোধী। যা কেবল হিজাব পরলেই দূর হয় না। অতএব এসব থেকে আল্লাহভীরু মেয়েদের দূরে থাকতে হবে। এরপরেও যখন তা টিভি পর্যায় বিশ্বব্যাপী প্রচারিত হয়, তাতে পাপের পরিমাণ আরও বৃদ্ধি পায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পর্ক ভাঙ্গার ১০১ উপায়

মানিব্যাগটা হাতে নিতেই বুঝতে পারলাম এখান থেকে বেশ কিছু টাকা হাত সাফাই হয়েছে। গুনে দেখি দুইশো টাকা মতো গায়েব। আমার মানিব্যাগ থেকে টাকা গায়েব...