একদা হযরত উমর (রাঃ) সিদ্ধান্ত নিলেন যে, তিনি হামস এর গরীবদের জন্য বাইতুলমাল থেকে দান করবেন ।
এই জন্য তিনি গরীবদের একটি তালিকা তৈরির নির্দেশ দেন ।
তালিকা পাবার পর তা দেখে তিনি অবাক হলেন,
কারণ তালিকায় হামস এর দায়িত্বশীল আমীরের নামও আছে !
তিনি হামসবাসীকে জিজ্ঞেস করলেন, হামসের আমীরের প্রতি তাদের কোন আভিযোগ আছে কিনা ।
তারা বলল, আমীরের প্রতি তাদের ৩টি অভিযোগ :-
১/ তিনি কেবল বিকেল বেলায়
প্রজাদের খোঁজখবর নেন ।
২/ তিনি রাতের বেলা ঘর থেকে বের হন না ।
৩/ তিনি শুক্রবার ঘর থেকে বের হন না ।
উমর (রা:) হামস এর আমীর "সাইয়িদ ইবনে আমের" এর কাছে জানতে চাইলে সাইয়িদ তা স্বীকার করেন ।
কারন হিসেবে তিনি বললেন,
১/ আমি সারাদিন পরিবারের প্রয়োজন মিটিয়ে
বিকেলে প্রজাদের খবর নেই,
কারন আমার স্ত্রী অসুস্থ এবং আমাদের কোন
গৃহ পরিচারীকা নেই ।
২/ আমি রাতের বেলা বের হইনা, কারণ আমি
রাতে ইবাদাত করি ।
৩/ শুক্রবার বের হতে পারি না, কারন এইদিন
আমার একটিমাত্র জামা ধৌত করে শুকাতে দেই ।
হযরত উমর (রা) আমীরের এইসব কথা শুনে অবাক হলেন এবং তাঁর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল ।
তিনি সাইয়িদ এর এই অভাবের কারন জানতে চাইলে সাইয়িদ বলেন, তাঁর বেতনের সিংহভাগই তিনি গরীবদের সাহায্যার্থে দান করে দেন ।
সুবহানআল্লাহ ! এই হলো ইসলামের স্বর্ণ যুগের শাসকদের জীবনযাপন । অধীনস্হ মানুষের সুখের খোঁজে নিজেদের সকল চাওয়া পাওয়া, সুখ-আনন্দ সবই তাঁরা হাসিমুখে বিসর্জন দিয়েছেন ।
কারণ তাদের মনে ছিল আল্লাহর ভয়, আর পরকালের নাজাতই ছিল তাদের একমাত্র কামনা ।
আমরা তো ইসলামের সেই সোনালী অধ্যায়ের প্রত্যাবর্তনেরই প্রত্যাশী।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন