রবিবার, জানুয়ারী ২৬, ২০১৪

ইসলামী আইন ও সাম্য

পাশ্চাত্যের মহান আইন নিয়ে একটি উক্তিঃ
আইনের কী রাজকীয় সাম্য ।
তা ধনী গরীব সবার জন্যই রাস্তায় ঘুমানো , ভিক্ষা করা এবং ক্ষুধার জ্বালায় রুটি চুরি করা নিষিদ্ধ করে ।

- জনৈক আনাতোল ফ্রাঁস

চৌদ্দশবছর পূর্বের কথা
এক "মধ্যযুগীয়" শাসকের নাম ছিলো উমর ইবনুল খাত্তাব রাঃ ।

একবার তিনি তার কোন এক গভর্ণরকে জিজ্ঞাসা করছেন ," কেউ যদি চুরি করে তবে তুমি তাকে কী শাস্তি দিবে ?"


"আমি তার হাত কর্তন করবো" ,গভর্নর উত্তর দিলো ।

উমার রাঃ বললেন , "আর যদি কোন ক্ষুধার্ত প্রজা আমার কাছে অভিযোগ নিয়ে আসে ,আমি তোমার হাত কর্তন করবো ।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পর্ক ভাঙ্গার ১০১ উপায়

মানিব্যাগটা হাতে নিতেই বুঝতে পারলাম এখান থেকে বেশ কিছু টাকা হাত সাফাই হয়েছে। গুনে দেখি দুইশো টাকা মতো গায়েব। আমার মানিব্যাগ থেকে টাকা গায়েব...