বুধবার, জানুয়ারী ১৩, ২০১৬

আরেকটা হোয়াইট ওয়াশের অপেক্ষায়...


শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের আরেকটি সিরিজ। যদিও আগের চেয়ে জিম্বাবুয়ের খেলার মান ভালো হয়েছে , তারপরও আশা করি বাংলাদেশ এইবারও সিরিজের জেতার সাথে সাথে হোয়াইট ওয়াশও করতে পারবে। আগামী ১৫ জানুয়ারী খেলা শুরু হবে। চারটি টি-টুয়েন্টি ম্যাচ হবে। সবগুলোই হবে খুলনায়। খেলার টিকেট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (United Commercial Bank)  পাওয়া যাবে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১৫, ১৭, ২০, ২২ জানুয়ারীতে চারটি খেলা অনুষ্ঠিত হবে। 


বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ ২০১৬ এর টিকেটের দামঃ 

  • পূর্ব গ্যালারী - ১০০ টাকা 
  • পশ্চিম গ্যালারী - ১৫০ টাকা 
  • ক্লাব হাউজ - ৩০০ টাকা 
  • ইন্টারন্যাশনাল স্ট্যান্ড - ৫০০ টাকা 
  • গ্র্যান্ড স্ট্যান্ড - ১০০০ টাকা 


খুলনার UCB Bank ঠিকানাঃ 

হোটেল পার্ক বিল্ডিং ৪৮ , কে ডি ঘোষ রোড , খুলনা - ৯০০০
মোবাইলঃ ০১৭১১-৮৮১০৬৩ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পর্ক ভাঙ্গার ১০১ উপায়

মানিব্যাগটা হাতে নিতেই বুঝতে পারলাম এখান থেকে বেশ কিছু টাকা হাত সাফাই হয়েছে। গুনে দেখি দুইশো টাকা মতো গায়েব। আমার মানিব্যাগ থেকে টাকা গায়েব...