বৃহস্পতিবার, জানুয়ারী ১৪, ২০১৬

Mashrafe - The Captain of banGLADesh

প্রতিটি ম্যাচেই, জয় কিংবা পরাজয়, সুখ কিংবা দুঃখ প্রতিটি ক্ষেত্রেই বিদ্যমান। মাশরাফি!
.
প্রতিটি ম্যাচ শেষেই প্রতিপক্ষের অধিনায়কের সঙ্গে হাত মেলানোর সময়ে মাথার ক্যাপ বাম হাত দিয়ে খুলে প্রতিপক্ষের অধিনায়ক এবং কখোনো সখনো প্লেয়ার কিংবা কর্মকর্তাকে সম্মান করেন মাশরাফি। টিভি ধারভাষ্যকার তখন মাইক্রোফোন হাতে কমেন্ট্রি বক্সে বলতে থাকে, 'Mashrafe! Thats a Great Ans respect Moment'. সম্মান কাকে বলে সেটা মাশরাফি জানেন, তাইতো সবাইকে সম্মান দেখান তিনি ক্যাপ খুলে ধন্যবাদ জানানো। হয়তো তার এই দৃশ্য দেখে শিখে নেয় অন্যেরা। তাইতো মাশরাফিকে তারা ভালবাসে। অনেকের মতে এটাই হলো প্রতিপক্ষকে মাশরাফির সবচেয়ে সেরা সম্মান প্রদর্শন। রেস্পেক্ট ম্যাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পর্ক ভাঙ্গার ১০১ উপায়

মানিব্যাগটা হাতে নিতেই বুঝতে পারলাম এখান থেকে বেশ কিছু টাকা হাত সাফাই হয়েছে। গুনে দেখি দুইশো টাকা মতো গায়েব। আমার মানিব্যাগ থেকে টাকা গায়েব...